• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

নারী দিবস উদযাপনে জয় বাংলা কনসার্ট পাচ্ছে নতুন মাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ১২:৫১ পিএম
নারী দিবস উদযাপনে জয় বাংলা কনসার্ট পাচ্ছে নতুন মাত্রা

এই বেজান শহর আনন্দহীন। উৎসবের উপলক্ষ এখানে হাতেগোনা। এর মধ্যে করোনা মহামারির কারণে মানুষে মানুষের মিলনে ঘটে বিচ্ছেদ।

ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তারুণ্যভিত্তিক সংগঠন ‘ইয়াং বাংলা’র আয়োজনে হতো জমজমাট এক কনসার্ট। করোনার কারণে দুই বছর এ আয়োজন বন্ধ ছিল। এবার নিঃস্তব্ধতা ভেঙে সংগীতে জেগে উঠতে যাচ্ছে শহর। শবে বরাতের কারণে এবার ৭ মার্চ কনসার্ট হবে না। আয়োজনটি হতে যাচ্ছে ৮ মার্চ। এদিন আবার পালিত হবে ‘নারী দিবস’। 

কনসার্টেই থাকছে নারী দিবসের জন্য বিশেষ উদযাপন। থাকছে নারীদের জন্য আলাদা কর্নার। এছাড়াও সরকারি ছুটির দিন হওয়ায় কনসার্টে সংগীতপ্রেমীদের উপস্থিতি আরও বেশি হবে বলে আশা করা যায়।

সপ্তমবারের মতো আয়োজিত এ কনসার্টে এবার মোট ৯টি ব্যান্ডের পারফরমেন্স থাকছে। তারুণ্যের প্রিয় এ ব্যান্ডগুলো মধ্যে আছে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

দুপুর ১২টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এর ঘণ্টা খানেক পর শুরু হবে পারফরম্যান্স। শেষ হবে রাত সাড়ে ১০টায়।

 

Link copied!