আবারও শিরোনামে জনি ডেপ। তবে এবার অ্যাম্বার হার্ডের সঙ্গে ঝামেলা নয়, নিজের সিনেমার পরিচালকের সঙ্গে ঝগড়া বাঁধল অভিনেতার। তাও আবার ছবি সেটেই বিবাদে জড়ালেন অভিনেতা।
‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন। মাইওয়েনের সঙ্গেই বিবাদে জড়িয়েছেন জনি।
জানা গেছে, শুটিং-এ বেশ কয়েকদিন নির্মাতার সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন জনি ডেপ। দুজনের মাঝে একাধিকবার তর্ক হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরাসী শোবিজ কমেন্টার বার্নাড মনটিল্ড বলেছেন, “জনি ডেপ যখন সেটে আসেন তখন তিনি একজন চমৎকার অভিনেতা। শুধু মাঝে মাঝে পুরো টিম ভোর ৬টায় প্রস্তুত হয়ে যায়, জনি আসেন না। এরপর মাইওয়েন রেগে যান। পরের দিন রাগ করে নির্মাতা আসেন না, তখন জনি রেগে যান। এসবই চলছে।”
বার্নাড মনটিল্ড আরও বলেন, “পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তারা সারাক্ষণই তর্ক করতে থাকেন।”
বর্তমানে ‘জিন দ্যু বারি’র পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মানহানি মামলায় জেতার পরে ‘জিন দ্যু বারি’ই অভিনেতার ‘কামব্যাক’ সিনেমা হতে চলেছে।
দরিদ্র ঘরে জন্ম জিন দ্যু বারির। সাধারণ নারী থেকে তিনি কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেই গল্পই দেখানো হবে ছবিতে। রাজা লুই ফিফটিন প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস