নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও প্রসংশা কুড়াচ্ছেন। দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ত থাকেন। তবে বহুদিন পর দেশের শোবিজের কাজে ফিরেছেন ব্যস্ততম এই নায়িকা। আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
জয়া আহসান বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যে শুরু হবে জিম্মি সিরিজের শুটিং। এটা আমার প্রথম ওয়েব সিরিজ।’
‘জিম্মি’ সিরিজে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পান না তিনি। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পান। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।
সম্প্রতি ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জামদানিতে আলো ছড়িয়েছেন জয়া আহসান। নতুনভাবে ডিজাইন করা এ শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে।
বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ জয়ার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় তার ‘ওসিডি’ সিনেমা। এ ছাড়া দেশে মুক্তির তালিকায় ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।