সত্যজিৎ রায়ের ১০২তম জন্মদিন ২ মে (মঙ্গলবার)। এ উপলক্ষে সোমবার (১ মে) কলকাতায় ‘রে সোসাইটি’র উদ্যোগে এ কিংবদন্তি নির্মাতার ‘মহানগর’ সিনেমার ৬০তম বর্ষপূর্তি পালিত হয় কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে। এ আয়োজনে সিনেমা প্রদর্শনীর সঙ্গে ছিল আলোচনা চক্র। এতে অংশ নেন ‘মহানগর’ ছবি দিয়ে অভিনয় শুরু করা আজকের বলিউড তারকা জয়া বচ্চন ও সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। অনুষ্ঠানে সত্যজিৎ রায়কে নিয়ে স্মৃতিচারণ করেন বচ্চন পরিবারের বধূ জয়া।
সন্দীপ রায়ের সঙ্গে কথোপকথনে জয়া বচ্চন বলেন, “আমি খুব ভাগ্যবান যে মানিক কাকার (সত্যজিৎ রায়ের ডাকনাম) ছবি দিয়ে অভিনয়জীবন শুরু করেছি। পুনে ফিল্ম ইনস্টিটিউটে যখন সুযোগ পেলাম তখন মানিক কাকাকে বলি একটা রেকমেন্ডেশন লিখে দিতে। রবি কাকা (রবি ঘোষ) আমাকে পাকড়াও করে নিয়ে গিয়েছিলেন মানিক কাকার সামনে। তখন আমি মাত্র ১৪ বছরের কিশোরী। কিন্তু ওনাকে দেখে ভয় পাইনি। বরং শুটিং ফ্লোরে নিজের মুডেই থাকতাম। উনি আমাকে দৃশ্যগুলো শুধু মুখে বলে দিতেন। আজও যখন সেই ছবি দেখি, তখন ভাবি অভিনয় শিখে ওই মুহূর্তগুলো এত ন্যাচারালি করতে পারতাম না। অনেক বছর পরে বুঝেছিলাম বিশ্বের সেরা পরিচালকের ছবিতে আমি কাজ করেছি।”