সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া, ইউএনডিপির শুভেচ্ছাদূতের সঙ্গে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে সাক্ষাত হয়েছে। শনিবার (২৩ মার্চ) ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান জয়া। সেখানে বেশ কিছু ছবি পোস্ট করে জয়া লিখেন-
সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া, ইউএনডিপি- এর শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন। @UNDPBD এর শুভেচ্ছাদূত হিসেবে গতকাল শুক্রবার তার সাথে আমার দেখা হয় এবং এসডিজি অর্জনে একসাথে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী এর আগে ২ বছরের মেয়াদে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
বর্তমান ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া ১৮ মার্চ ঢাকা সফরে আসেন। সফরকালে তিনি ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। চারদিনের সফর শেষে ২১ মার্চ ঢাকা ত্যাগ করেন।
সুইডিশ রাজকন্যাকে ২০২৩ সালের অক্টোবরে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়।