আনু মুহাম্মদের দৃষ্টিতে জয়ার ‘নকশী কাঁথার জমিন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০২:৩৪ পিএম
আনু মুহাম্মদের দৃষ্টিতে জয়ার ‘নকশী কাঁথার জমিন’
আনু মুহাম্মদ, ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৭ ডিসেম্বর)। সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান। এই ছবি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি রিভিউ দিয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ। সেই রিভিউ নিজের ফেসবুকে শেয়ার করেছেন জয়া। শিরোনাম দিয়েছেন- ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে আনু মুহাম্মদ স্যারের রিভিউ।

 ‘নকশী কাঁথার জমিন’  নিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘দুই নারীর গল্প। কৈশোর পার হতে না হতেই ভুলভাবে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় তাদের। সন্তান বড় হতে হতে আসে ১৯৭১। এক ভাই রাজাকার, অন্য ভাই মুক্তিযোদ্ধা; এক ছেলে রাজাকার, অন্য ছেলে মুক্তিযোদ্ধা। বাবা-ছেলে, মা-ছেলে, স্বামী-স্ত্রী অবিরাম দ্বন্দ্ব সংঘাত। সংলাপ খুবই কম। ৭১-এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা।’

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, “অসাধারণ ক্যামেরার কাজ। জয়া ও সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এ রকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন! হলে ছবি দেখেন। সরকারি অনুদানে আকরাম খানসহ সমগ্র দলের আরেকটি উপহার।”

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা এ সিনেমায় তুলে এনেছেন আকরাম খান। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতী। এ ছাড়া সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে রয়েছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। 

Link copied!