রটারড্যামে প্রদর্শিত জয়ার সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১২:২৪ পিএম
রটারড্যামে প্রদর্শিত জয়ার সিনেমা
অভিনেত্রী জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায় একটি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

গত বছরের ডিসেম্বরে জানা যায়, সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। এটি উৎসবের বড় পর্দার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়।

এদিকে, গতকাল সিনেমাটি এ উৎসবে প্রদর্শিত হয়েছে। জয়া জানান, উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে।

ছবির চরিত্র প্রসঙ্গে জয়া বলেন, ‘কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন। আর এই চরিত্রটি করা আমার জন্য অনেক আনন্দের ছিল। ছবিটি রটারড্যাম উৎসবে প্রদর্শিত হওয়ায়, এটা আমার জন্য ভালো লাগার বিষয়।’

পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটির নির্মাণ নিয়ে বলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে ১৬ বছর ধরে এই ছবির পরিকল্পনা করেছি। নানা কারণে করা না হয়ে উঠলেও সমীরণ দাস এই ছবি করতে এগিয়ে এলেন। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।

আগামী মে মাসে ছবিটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিটির মূল চরিত্রে আরও অভিনয় করেছেন- আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে দেখা যাবে।

Link copied!