• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চাঁদরাতে ফিরছেন জেমস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ১০:১৭ এএম
চাঁদরাতে ফিরছেন জেমস

গুরু জেমস মানেই সংগীতে উল্লাস। আর তা যদি হয় চাঁদরাতে তবে কোনো কথাই নেই। গতবারের মতো ভক্ত-শ্রোতাদের ঈদের আনন্দ বাড়াতে নতুন গান নিয়ে চাঁদরাতে হাজির হচ্ছেন এ রকস্টার। গানটি মুক্তি পাবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে ইউটিউব চ্যানেল থেকে।

‘বসুন্ধরা ডিজিটাল’ তাদের ফেসবুকে গানের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছে, চাঁদরাতে আবার নতুন গান নিয়ে আসছেন জেমস। তবে গানের শিরোনাম কী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, “গত বছরের রোজার ঈদের মতোই এবারের গানটি জেমসের ভক্তদের জন্য ঈদ উপহার। আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বাকি তথ্য জানানো হবে। আশা করি, জেমসের ভক্তরা গানটি গ্রহণ করবেন।”

সর্বশেষ জেমসের মৌলিক গান প্রকাশ পেয়েছিল গেল বছর ঈদুল ফিতরের চাঁদরাতে। সেসময় ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে গানটি রিলিজ পায়। গতবারের মতো এবারও ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হচ্ছেন এই রকস্টার।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!