ঢালিউড অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে নিয়ে প্রায় আলোচনা-সমালোচনা হয়ে থাকে। শরিফুল রাজের সঙ্গে ভিডিও ফাঁসের কাণ্ডের পরে আরও বেশি সমালোচনায় দেশের জনপ্রিয় এই অভনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা সমালোচনা করলেও তাতে আপত্তি নেই বলে জানিয়ে সুনেরাহ বলেন, ‘‘আমি কাকে কতটুকু দেখাব, সেটা আমার ওপর।’’
এক ফেসবুক পোস্টে সুনেরাহ লেখেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পারসোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা-সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যা টাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট করব না।’
নিজের ধৈয্যের সীমা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।’
সর্বদা সত্যের পথে চলি দাবি করে সুরেনাহ লেখেন, ‘আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনো নিবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।
তবে, হঠাৎ করে এমন পোস্ট কেনো দিয়েছেন এই অভিনেত্রী বা কাকে উদ্দেশ করে দিয়েছেন তা এখনো জানা যায়নি।