‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’, ‘আ ব্র্যান্ড নিউ লাইফ, ‘দ্য নেইবার’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সে–রন মারা গেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী সিউলের সংসু-ডং এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অভিনেত্রীর মৃত্যুর কারণ ছিল রহস্যপূর্ণ। তবে মৃত্যুর একদিন পরই জানা গেল আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ২৪ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিশ্বাস করছি যে, আত্মহত্যার মতো এক্সট্রিম চয়েস এবং তা বাস্তবায়নের পরিকল্পনা করেছিলেন তিনি।’ তবে কিম কোনো সুইসাইড নোট রেখে যাননি।
সংবাদ সংস্থাটি আরও জানায়, বাড়িতে গিয়ে কিমের মরদেহ প্রথমে আবিষ্কার করেন তার এক বন্ধু। তিনিই কল দিয়েছিলেন পুলিশে।
‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’, ‘আ ব্র্যান্ড নিউ লাইফ, ‘দ্য নেইবার’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান কিম সে-রন। ২৪ বছর বয়সী এই অভিনেত্রীকে কোরীয় চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: টিএমজেড