• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘চলচ্চিত্রে সরকারি অনুদান বন্ধ করে সিনেপ্লেক্স বাড়ানো জরুরি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৪:৪৭ পিএম
‘চলচ্চিত্রে সরকারি অনুদান বন্ধ করে সিনেপ্লেক্স বাড়ানো জরুরি’
সেমিনারে অতিথিরা। । ছবি: সংবাদ প্রকাশ

চলচ্চিত্র নির্মাণের জন্য প্রতিবছর সরকারিভাবে প্রায় ২০ কোটি টাকা অনুদান দেয়া হয়। এই অনুদান বন্ধ করে দেশজুড়ে সিনেপ্লেক্স বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (টেজাব) একটি চলচ্চিত্র বিষয়ক সংলাপের আয়োজন করে। সেখানে উপস্থিত হয়ে আব্দুল আজিজ এই মন্তব্য করেন।

আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, ‘প্রতি বছর সিনেমায় ২০ কোটি টাকার সরকারি অনুদান বন্ধ করে কমপক্ষে তিনটি সিনেপ্লেক্স করে দেয়া উচিত। এটা বেশি জরুরি। এতে ইন্ডাস্ট্রি টিকবে। যেভাবে অনুদান দেয়া হয় এতে ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না।’

সেইসঙ্গে যৌথ প্রযোজনার নিয়মগুলোও চেঞ্জ করা উচিত বলে দাবি করেন আলোচিত এই প্রযোজক। সহজ উপায়ে যৌথ প্রযোজনার সুযোগ হলে বড় বাজেটের সিনেমা নির্মাণ করা সম্ভব হবে। যৌথ প্রযোজনার সিনেমাগুলো দিয়ে বাংলাদেশের হলে দর্শকের ঢল নেমেছে বলেও দাবি করেন আব্দুল আজিজ।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘চলচ্চিত্রের চাঁদমারি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এই সংলাপে এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সিনেপ্লেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমেদ শাম্মি, বরেণ্য অভিনেতাতারিক আনাম খান, নির্মাতা রায়হান রাফি, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, আরিফুর রহমান (নির্মাতা ও প্রযোজক), তিতাস জিয়া (অভিনেতা, শিক্ষক, সদস্য – পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি), প্রযোজক শাহরিয়ার শাকিল, মো. মনিরুজ্জামান খান (নির্বাহী প্রকৌশলী, বিএফডিসি), টেজাব সভাপতি নাজমূল আলম রানা, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয় প্রমুখ।

এছাড়াও সংলাপে অন্যান্য বক্তারা সিনেমার উন্নয়নে নানা বিষয়কে গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!