অভিনেতা ইরফান খান মারা গেছেন প্রায় তিন বছর হয়ে গেল। কিন্তু তার অভিনয় গুণে আজও তিনি রয়ে গেছেন দর্শকদের মনে। তার অনুরাগীদের জন্য এবার দারুণ খবর। আরও একবার বড় পর্দায় দেখা যাবে প্রয়াত এই অভিনেতাকে।
বুধবার (১৯ এপ্রিল) তার আগামী ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। এই ছবিটি রাজস্থানি ভাষায় তৈরি হওয়া সুইস, ফ্রেঞ্চ এবং সিঙ্গাপুরি ছবি। ২০১৭ সালের আগস্ট মাসে ছবিটি লোকার্নোতে দেখানো হয়।
এর আগে ২০১৫ সালে এই ছবির শুটিং শেষ হয়েছিল। কিন্তু বেশ কিছু বাধা বিপত্তির কারণে ভারতে এই ছবির মুক্তি আটকে যায়। আগামী রোববার সব বাধা-বিপত্তি কাটিয়ে ভারতে মুক্তি পেতে চলেছে ইরফান খান অভিনীত এই নতুন ছবিটি।
এই ছবিতে ইরফান খান রাজস্থানি উট ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। এতে ইরফানের সঙ্গে দেখা যাবে ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানিকে।
আগামী ২৮ এপ্রিল ইরফান খানের মৃত্যুবার্ষিকী। তার আগেই এই ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। মৃত্যুর পরে ইরফানকে বড় পর্দায় দেখতে পাওয়া নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।