বিশ্ব চলচ্চিত্রে ইরানি ছবি একটি বিশেষ ধারার প্রতিনিধিত্ব করে। তা যেমন নির্মাণশৈলীতে, তেমনি এর বক্তব্য ধর্মীতার কারণেও। আরও বহু দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় ইরানি ছবি। ইরানের ছবি বাংলা ভাষায় ঘরে বসেই দেখার ব্যবস্থা করছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘দুরন্ত টিভি’।
শনিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় চ্যানেলটিতে প্রচার হবে ইরানি সিনেমা ‘দ্য স্কিয়ার’।
২০১৭ সালের ৫ জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। ‘দ্য স্কিয়ার’ ছবিটির নির্মাতা ফারিদুন নাজাফি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিররেজা ফারামার্জি, রেজা মৌরি, আভা দারোত, হাবিব তাজমিরি প্রমুখ।
চ্যানেল সূত্রে জানা গেছে, এখন থেকে নিয়মিতই বিশ্ব চলচ্চিত্রে শিশুদের উপযোগী ছবিগুলো বাংলা ডাব করে প্রচারের ব্যবস্থা করবে ‘দুরন্ত টিভি’ কর্তৃপক্ষ। শিশুরা যখন টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন সময়ে এ চ্যানেলের এমন উদ্যোগ শিশুদের চলচ্চিত্রমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।