• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত, উর্বশীর বিরুদ্ধে থানায় দুই অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৪:১৪ পিএম
ধর্মীয় অনুভূতিতে আঘাত, উর্বশীর বিরুদ্ধে থানায় দুই অভিযোগ
অভিনেত্রী উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিছুদিন আগে নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হন । এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ান নায়িকা। তবে এবারের বিতর্ক গড়াল থানা পর্যন্ত।

সম্প্রতি ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্বশী দাবি করেন, ‘উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই!’ উর্বশী দাবি করেন, বদ্রিনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’! তার এ মন্তব্যকে অনেকে উড়িয়ে দিতে চাইলেও নেটিজেনদের একাংশ ক্ষেপেছেন। 

কারণ, ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, ‘আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামে মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।’

এরপর তিনি আবদারের ছলে বলেন, ‘এবার দক্ষিণেও আমার নামে মন্দির চাই। ওখানে অনেক ছবিতে কাজ করেছি।’ অভিনেত্রীর এমন দাবি শুনে ক্ষোভে ফেটে পড়েন উত্তর ভারতের পুরোহিতরা।

চার ধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি উর্বশী রাউতেলার দাবি মানতে নারাজ।

শনিবার তারা অভিনেত্রীকে তুলোধূনো করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এতেই বিষয়টি মেটেনি। ওই দিনই তারা দেহরাদূন থানায় যান। ডিজিপি দীপম শেঠের কাছে দু’টি পৃথক অভিযোগ জমা দেন অভিনেত্রীর বিরুদ্ধে। পুলিশের কাছে তাদের আর্জি, শিগগিরই যেন অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
শনিবার উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক ব্রিজেশ সতী সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী সস্তা প্রচার করতে গিয়ে এই ধরনের বিবৃতি দিয়েছেন। তিনিও উত্তরাখণ্ডের বাসিন্দা। তার এ বিষয়ে ধারণা থাকা উচিত। স্থানীয়দের সাংস্কৃতিক-ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে তাকে আরও ওয়াকিবহাল হতে হবে।”

তিনি আরও বলেন, ‘যতই তারকা হোন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার তার নেই। যদি পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তা হলে দুই সংগঠন একজোট হয়ে পদক্ষেপ করার কথা ভাববে।’ সূত্র: আনন্দবাজার।

Link copied!