দেশ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। বুধবার (২৭ নভেম্বর) এক ভিডিওবার্তায় তার দেশ ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। ঢাকাই সিনেমার এই নায়ক অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসাও করছেন। দুই বছর আগেই ঢাকার বিভিন্ন স্থানে চাপওয়ালা নামের রেস্টুরেন্টের কয়েকটি শাখা খুলেছেন তিনি। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে তার ব্যবসা মোটেও ভালো যাচ্ছে না। যে কারণে আক্ষেপ করেই দেশ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই তারকা অভিনেতা।
বুধবার (২৭ নভেম্বর) ওই ভিডিও বার্তায় সানীকে বলতে শোনা গেছে, ‘দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এই ব্যবসায় নামতে না। চারদিকে অশান্তি, যেখানে, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-সেনাবাহিনী সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা। ব্যবসা করব কী করে। দিনকে দিন যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে, হয়তো দেশের বাহিরেও চলেযেতে পারি।’
এই নায়ক আরো বলেছেন, ‘মৌসুমীসহ আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’
ওমর সানী অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি ব্যবসা সফলতা পায়নি।