• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

‘পাঠান’-এর শো বাড়ালেন হল মালিকরা


তপন বকসি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০২:২২ পিএম
‘পাঠান’-এর শো বাড়ালেন হল মালিকরা

বুধবার (২৫ জানুয়ারি) ‘পাঠান’-এর প্রথম দিনের প্রথম শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সারা ভারতে পাঠান দেখানো হচ্ছে এমন ৩০০টি হল মালিক ঠিক করলেন তাদের শো সংখ্যা বাড়ানোর।

হিন্দি তামিল তেলুগু ফরম্যাটে সারা দেশে ‘পাঠান’ দেখানো হচ্ছে সাড়ে পাঁচ হাজার পর্দায়। আর আন্তর্জাতিক স্তরে দেখানো হচ্ছে মোট আড়াই হাজার পর্দায়। অর্থাৎ মুক্তির শুরুতেই সারা বিশ্বে ‘পাঠান’ ছবির মোট প্রদর্শনের সংখ্যা অথবা স্ক্রিন সংখ্যা হচ্ছে আট হাজার। হিন্দি ছবির রিলিজ হিসেবে ‘পাঠান’ ভারতের হিন্দি সিনেমায় এক নতুন ইতিহাসের সূচনা করল বলা যায়।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ থেকে নির্বাসনে যাওয়া ‘পাঠান’ দেশ আক্রান্ত হওয়ার গোপন খবরের সূত্র ধরে ফিরে আসেন দেশকে রক্ষা করার কাজে। অন্যদিকে ভারতীয় ‘জিম’ বা জন আব্রাহাম শত্রু শিবিরের হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত। ছদ্মবেশী দীপিকা রুবিনা খান নামের আইএসআই এজেন্ট হিসেবে টপ সিক্রেট ল্যাবে নিজের ভূমিকা পালন করছেন। ভারতের শত্রু হিসেবে সারা পৃথিবীতে চক্রান্তের জাল বিছানো এই চক্রকে মুখোমুখি সমরে প্রতিহত করার কাজে নির্বাসন থেকে ফিরে আসেন পাঠান।

২০ জানুয়ারি থেকে ভারতে শুরু হওয়া পাঁচ দিনের অ্যাডভান্স বুকিংয়ের হিসাব বলছে, প্রথম দিনের জন্য ২৩ কোটির বেশি  টাকার টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় দিনের জন্য এর টিকিট বিক্রি হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকার।  এরপর তৃতীয় দিন থেকে শুরু করে পঞ্চম দিন পর্যন্ত এর টিকিট বিক্রির হিসাবে দেখা যাচ্ছে ১৩ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ মোট পাঁচ দিনের অ্যাডভান্স বুকিংয়ের জন্য পাঠানো ছবির টিকিট বিক্রি হয়েছে ৫০ কোটি টাকার বেশি। সারা পৃথিবীতে ‘পাঠান’ রিলিজ করেছে ১০০টির বেশি দেশে।
 

Link copied!