• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় মুক্তি পেয়েছে ভারতের সাড়া জাগানো সিনেমা ‘স্ত্রী ২’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৬:৩০ পিএম
ঢাকায় মুক্তি পেয়েছে ভারতের সাড়া জাগানো  সিনেমা ‘স্ত্রী ২’
শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ সিমোর পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকায় মুক্তি পেল ভারতের সর্বকালের সাড়া জাগানো  সিনেমা ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে হাজার কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে এখন আলোচনায়। এবার ঢাকায় এলো ‘স্ত্রী ২’।

ভারতের এই সিনেমাটি বাংলাদেশে ২ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শুক্রবার ‘১ নভেম্বর) বাংলাদেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। 

ভারতে ‘স্ত্রী ২’ মুক্তি পায় ১৫ আগস্ট। সিনেমাটি এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে পৌনে ১০০০ কোটি রুপি আয় করেছে! যে রেকর্ড ভারতে আর কোনো ছবির ক্ষেত্রে নেই।

যদিও সেটি কর্পূরের মতো উবে গেলো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায়। ২৫ অক্টোবর ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি ব্যর্থ হয়েছে আমদানি প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। অবশেষে ১ নভেম্বর সেটি তড়িঘড়ি করে বাংলাদেশে ৩০টি হলে মুক্তি পায়।

অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনও মানুষ নয়, সেও আসলে ভূত। এগিয়ে যায় ছবি গল্প।

এদিকে সাফটা চুক্তিতে আমদানি করা এই ছবির বিনিময়ে ভারতে গেছে চয়নিকা চৌধুরীর নির্মাণে মাহফুজ আহমেদ ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’। যদিও এই ছবিটি ভারতে ঠিক কবে, কখন, কোথায়, কতোগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটি জানা যায়নি।

Link copied!