প্রেমিককে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির বোন আলিয়া ফকরি। নভেম্বরে নিউইয়র্কে গ্রেপ্তার করা হয় তাকে।
আনন্দবাজার জানায়, নিউ ইয়র্কের কুইনস এলাকার বাসিন্দা আলিয়া ফকরি। প্রাক্তন প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে।
জানা গেছে, অ্যাডওয়ার্ড জেকবস নামের এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু বিষয়টি মানতে পারছিলেন না আলিয়া।
অভিযোগ, প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন আলিয়া। গত ২ নভেম্বর জেকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও।
এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সে দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাক্তন প্রেমিকের বাড়ি যান আলিয়া। চিৎকার করে বলতে শুরু করেন, “আজ তোমাকে মরতেই হবে।” জেকবের বাড়িতে উপস্থিত ওই ব্যক্তির দাবি তিনি জানিয়েছিলেন, জেকব ঘুমাচ্ছেন। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি আলিয়া। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশী এক নারীও বেরিয়ে আসেন।
ততক্ষণে বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছেন আলিয়া। প্রতিবেশী ও বন্ধুরা এসে জেকবস ও তার প্রেমিকাকে উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে তাদের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে দুজনের।
জেকবের মায়ের দাবি, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নানা অজুহাতে তার ছেলের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। নিয়মিত হুমকিও দিতেন।