সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রায়। মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে একটি ট্রাক স্নেহালকে বহনকারী গাড়িটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে গেছে এ অভিনেত্রীর গাড়ি।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্নেহাল বলেন, “কীভাবে কী ঘটল, তা এখনো বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে একটি ট্রাক এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। ড্রাইভারের উপস্থিত বুদ্ধি, সাহসের কারণে বেঁচে গিয়েছি।”
২১ বছরের বড় রাজনীতিবিদের সঙ্গে গোপনে বিয়ে করেন অভিনেত্রী স্নেহাল রায়। তার বরের নাম মাধবেন্দ্র কুমার। তিনি উত্তরপ্রদেশের প্রভাবশালী একজন নেতা। ১০ বছর আগে বিয়ে করেন এই দম্পতি। গত ২৮ মে ছিল স্নেহাল ও মাধবেন্দ্রর দশম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে গোপন বিয়ের খবর প্রকাশ করেন স্নেহাল। খবরটি প্রকাশ্যে আসার পর জোর চর্চায় পরিণত হন স্নেহাল।
‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’, ‘ভিশ’-এর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহাল রায়।