• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

যৌন ব্যবসার দায়ে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১১:৫১ এএম
যৌন ব্যবসার দায়ে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আরতি মিত্তাল নামের এক বলিউড অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) গোরেগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ১১ নম্বর ইউনিট।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিত্তালকে গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। যার নেতৃত্বে ছিলেন পুলিশ কর্মকর্তা মনোজ সুতার।

পুলিশ জানিয়েছে, আরতিকে ফোন করে মনোজ জানান, দুই বন্ধুর জন্য দুজন যৌনকর্মী প্রয়োজন। দুই মডেল জোগাড় করে দেওয়ার বদলে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি। আরতি আরও জানান, জুহু বা গোরেগাঁওয়ের কোনো হোটেল ভাড়া করতে হবে।

পরে আরতির কথামতো গোরেগাঁওয়ের একটি হোটেল বুক করে পুলিশ। আরতিও দুই মডেলকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান। এরপর টাকা নেওয়ার সময় আরতিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় দুই মডেলকেও। লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা।

উদ্ধার হওয়া ওই দুই তরুণী পুলিশকে জানান, আরতি কথা দিয়েছিলেন, তাদের ১৫ হাজার টাকা করেন দেওয়া হবে।

দিন্দোশি থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, মডেল-অভিনেত্রীদের দেহব্যবসা করিয়ে অর্থ উপার্জনের জন্য আরতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে।

Link copied!