• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

আইস্ক্রিনে ‘হুমায়ূন ১০১’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ১১:০০ এএম
আইস্ক্রিনে ‘হুমায়ূন ১০১’

এক দশকের বেশি সময় আগে প্রয়াত হয়েছেন জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। কিন্তু তার প্রভাব এখনো বিরাজিত। পড়ুয়ারা তার বই খোঁজেন। হুমায়ূন নির্মিত নাটক ও চলচ্চিত্রের ভক্ত অনেকে। তাদের জন্য এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন নিয়ে এসেছে ‘হুমায়ূন ১০১’ নামের এক নতুন চমক। আইস্ক্রিন কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিফিল্ম আর সিনেমা নিয়ে সাজানো হয়েছে এই ‘হুমায়ূন ১০১।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত এটি হুমায়ূন আহমেদের ভিজ্যুয়াল নির্মাণের প্লে লিস্ট। এখানে যেমন আছে তার নির্মিত একক নাটক, তেমনি আছে ‘আজ রবিবার’–এর মতো এক সময়ের তুমুল জনপ্রিয় সিরিয়াল। হুমায়ূন আহমেদ নির্মিত সব সিনেমাও ভক্তরা দেখতে পারবেন আইস্ক্রিন-এর এই প্লে লিস্টে। ঈদের আগের রাত থেকে ‘হুমায়ূন ১০১’ প্লে লিস্টটি দেখতে পারছেন দর্শকরা।

নতুন এই ওটিটিতে সামনে আসছে তিনটি নতুন সিনেমা। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘পায়ের ছাপ’ ও ‘মায়া’ সিনেমা তিনটি আইস্ক্রিনে খুব শিগগির দেখতে পারবেন দর্শকরা

Link copied!