• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাস্তবে তারা স্বামী-স্ত্রী, পর্দায় অভিনয় করেন মা-ছেলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০২:৫৬ পিএম
বাস্তবে তারা স্বামী-স্ত্রী, পর্দায় অভিনয় করেন মা-ছেলের
কিশ্বর ও সুয়াশ

অভিনয় করতে এসে কত কিছুই যে ঘটছে, তা কতটুকু জানে দর্শক। পর্দার রোমান্স বাস্তবে পরিণত কয় কারও কারও। সেখানে বয়স-ধর্ম হয়ে ওঠে না। প্রেমেরই সফলতা ঘটে। শুটিং সেট থেকেই শুরু হয় এসব প্রেমের গল্প; আর সে থেকে বিয়ের ঘটনাও অহরহ। তাদের মধ্যে এক দম্পতির কথা না বললেই নয়; যারা একসময় ক্যামেরার সামনে ছিলেন মা-ছেলের চরিত্রে!

বলা বাহুল্য, এই দম্পতির গল্প অন্য সব তারকা দম্পতিদের মতো না। হিন্দি সিরিয়াল ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’তে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কিশ্বর বণিক। একই ধারাবাহিকে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সুয়াশ রায়। কিন্তু কেউ ভাবতেই পারেনি, এই দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন। বিষয়টি নিয়ে চমকানোর আরও একটি কারণও তাদের বয়সের পার্থক্য।

Suyyash Rai, Kishwar Merchant to marry early next year

অভিনেত্রী কিশ্বরের চেয়ে বয়সে আট বছরের ছোট অভিনেতা সুয়াশ রায়। ১১ বছর আগে পর্দায় তাদের মা-ছেলের রসায়ন দর্শকের কাছে জমেও উঠেছিল বেশ। একপর্যায়ে অভিনেত্রী ঘোষণা করেন, বয়সে আট বছরের ছোট সুয়াশকে বিয়ে করতে চলেছেন তিনি।

তাদের সম্পর্কের মাঝে শুধু বয়স নয়, প্রতিবন্ধকতা হতে পারতো ভিন্ন ধর্মের বিষয়টিও। কিশ্বর মুসলিম, আর সুয়াশ ছিলেন একটি হিন্দু পাঞ্জাবি পরিবারের সন্তান। তবে, কিশ্বর স্পষ্ট করে বলেছেন,  ধর্ম কখনোই তাদের বিয়ের পথে বাধা ছিল না। ২০১৬ সালে দুজনের বিয়ে হয়।

এই দম্পতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগেই। কিন্তু, সুয়াশের পরিবার এ নিয়ে বিরোধিতা করেন। আর বিরোধিতার কারণ ছিল বয়সের পার্থক্য। পরে সুয়াশ তার মা-বাবাকে বুঝিয়ে রাজি করান। অবশেষে তাদের প্রেম বিবাহে পরিণত হয়। তারা সাংসারিকভাবে সুখী, তাদের একটি পুত্রসন্তানও আছে।
 

Link copied!