• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অসম্ভব’ ও ‘মেঘের কপাট’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০২:৫৮ পিএম
প্রেক্ষাগৃহে  মুক্তি পেল ‘অসম্ভব’ ও ‘মেঘের কপাট’
‘অসম্ভব’ ও ‘মেঘের কপাট’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অসম্ভব’ ও ‘মেঘের কপাট’ শিরোনামের নতুন দুটি সিনেমা। শুক্রবার (৩ নভেম্বর) অরুণা বিশ্বাসের পরিচালিত ‘অসম্ভব’ ২২টি প্রেক্ষাগৃহে অন্যদিকে ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’ ২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘অসম্ভব’ সিনেমাটি মহান মুক্তিযুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন অরুণা বিশ্বাস। ‘অসম্ভব’ দিয়েই রুপালি পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকেই।

অন্যদিকে, নিজের প্রথম সিনেমায় ওয়ালিদ আহমেদ বেছে নিয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে। ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি ‘মেঘের কপাট’ সিনেমায় দেখা যাবে পারিবারিক, ব্যক্তিগত ও মানসিক নানা ক্রাইসিসের গল্প।

‘মেঘের কপাট’ সিনেমায় অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, জামান সাইফ, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি প্রমুখ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। 

Link copied!