গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরীমনি। রূপে, গুণে, অভিনয়ে অতি অল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। বড় পর্দায় পরীর অভিষেক হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। এরপর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। এভাবে পরীমনি একে একে নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি।
সিনেমার পাশাপাশি ধর্মে কর্মেও মনোযোগি পরীমনি। রমজানের রোজা পালন করছেন অভিনেত্রী। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, দুই সন্তানকে নিয়ে পরিবারের সবার সঙ্গে ইফতার পার্টিতে মেতে আছেন নায়িকা। ছেলে পদ্ম বাকিদের মতো টেবিলে বসে খাওয়াদাওয়া করছে।
টেবিলের ওপরে সাজানো রাশি রাশি খাবার। হলুদ সালোয়ার-কামিজে পরী। সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করছেন। পরী কি বাকিদের মতোই রোজ রোজা রাখছেন?
একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তর নায়িকা হয়ে দিয়েছেন আপ্তসহায়ক তুরান মুন্সি। তিনি বলেছেন, দিদির ছেলে পদ্ম এখনো স্তন্যপান করে। তাই রোজ উপোস করা তার পক্ষে সম্ভব নয়। যেদিন তার পক্ষে রোজা রাখা সম্ভব, সেদিন তিনি তা পালনের চেষ্টা করেন। সেদিন তিনি নিখুঁতভাবে সব নিয়ম পালন করেন।
অভিনয়ের পাশাপাশি অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েদের জন্য নিজস্ব বস্ত্র বিপণি খুলেছেন অভিনেত্রী।
এদিন পরী তার পরিবার এবং আমন্ত্রিতদের পাতে সাজিয়ে দিয়েছিলেন রকমারি ফল, সরবত, আস্ত খাসির বিরিয়ানি, ডিম, মাংসের হালিম এবং আরও অনেক কিছু। আর সার্বিক আয়োজনে ছিল প্রথম সারির একটি খাদ্য সংস্থা। ভারতীয় দর্শক-অনুরাগীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।