মার্গো রবি। অস্ট্রেলিয়ান তুমুল জনপ্রিয় অভিনেত্রী। মার্টিন স্করসেজির বহুল প্রশংসিত সিনেমা ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সমালোচকদের প্রশংসাও পেয়েছিল।
এ সিনেমার একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে পর্দায় হাজির হয়েছিলেন মার্গো রবি। সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
ছবিটি মু্ক্তির পর মার্গো রবির মতো প্রথম সারির একজন অভিনেত্রীর নগ্ন দৃশ্য নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। রবি জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই পুরোপুরি নগ্ন হয়েছিলেন তিনি। এমনকি পুরোপুরি নগ্ন হওয়ার আইডিয়াও পরিচালক স্করসেজির নয়, আমার।
বিশ্ব খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘স্করসেজি আমাকে একটা তোয়ালে জড়িয়ে নিতে বলেছিলেন। তবে দৃশ্যটির জন্য অন্য কিছু করা প্রয়োজন ছিল।’
দৃশ্যটি শুটিংয়ের আগে নিজের কাঁধেই পুরো দায়িত্ব নিয়েছিলেন রবি। চিত্রনাট্যে ছিল দৃশ্যটির শেষে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত চরিত্রটি তাকে চুম্বন করবেন। তবে রবি ঠিক করেন, তিনি তাকে (ডিক্যাপ্রিও) চড় মারবেন।
‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’ সিনেমাটি দিয়ে মার্গো রবির ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। পরে তাকে দেখা যায় ‘সুইসাইড স্কোয়াড’, ‘ম্যারি কুইন অব স্কটস’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘বার্বি’র মতো বিশ্ব ভ্যাত সিনেমায়।