মডেল ও অভিনেতা মামনুন ইমন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার সিনেমা ‘কাগজ : দ্য পেপার’। সামনে আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
ইমন বলেন, “ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। সেটি নবাগত কোনো পরিচালক বা সহ-শিল্পী নতুন হলেও আপত্তি নেই। আমি সব সময় কাজের প্রতি যত্নবান। ভালো গল্পও চরিত্রের কথা চিন্তা করি। গল্প দর্শকের সামনে কীভাবে উপস্থাপন করা হবে সেটি নিয়ে ভাবি। পাশাপাশি চলচ্চিত্রটি নির্মাণের কৌশল নিয়েও ভাবি।”
তিনি বলেন, “অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি। সিনেমা আমার প্রাণের সঙ্গে মিশে আছে। জীবনে কিছু করলে এর মাধ্যমেই করব। বেঁচে থাকা অবস্থায় ঢাকাই সিনেমার শেষ পর্যন্ত দেখে যাব।”
তিনি আরও বলেন, “দর্শকদের ভালোবাসায় টিকে আছি। তারা যদি ভালো না বাসত তাহলে তো কাজ করতে পারতাম না।”