ঈদুল আজহাতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খানের অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তির চার সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রেক্ষাগৃহে দর্শকদের বেশ সাড়া। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। নিজের প্রথম সিনেমার সাফল্য উপভোগ করতে কলকাতা থেকে ঢাকায় ছুটে এসেছিলেন এই অভিনেত্রী।
জানা গেছে, নিজের প্রথম সিনেমা বড় পর্দায় দেখতে শুক্রবার (২১ জুলাই) কলকাতা থেকে মা ও বোনকে সঙ্গে
ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী। নিজের মুখ মাস্কে লুকিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেন তিনি। শনিবার (২২ জুলাই) স্টার সিনেপ্লেক্সের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের শো দেখেন ইধিকা। সিনেমা দেখা শেষে তিনি আবার কলকাতায় ফিরেও গেছেন।
সোমবার (২৪ জুলাই) পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’
ইধিকার দেওয়া ওই পোস্টে বাংলাদেশ থেকে হাজারও অনুসারী তাকে ইতি চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সাধুবাদ এবং অভিনন্দন জানান।
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে মুক্তির পর মাত্র তিন সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে ‘প্রিয়তমা’। এছাড়াও দেশের প্রেক্ষাগৃহের সঙ্গে দেশের বাইরেও দর্শক জনপ্রিয়তায় শীর্ষে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪২টি প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহে প্রায় ১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।