বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সিনেমায় বেশ কয়েক বছর থেকেই নেই এই অভিনেত্রী। তারপরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক বিন্দু। যার সিনেমা দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন তার একমাত্র ছেলেকে নিয়ে।
দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও তিনি তার ভক্ত অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ার বরাতে বার্তা শেয়ার করেন হরহামেশাই। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে তার এক ফেসবুক পোস্ট থেকে অবাক হয়েছেন তার ভক্ত অনুরাগীরা।
ফেসবুক বার্তায় লিখেছেন, “আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি।” এমন স্ট্যাটাসের পর তার অনুরাগীরা মন্তব্য করছেন। তবে তিনি কারো মন্তব্যের উত্তর দেননি।
পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমাতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।