• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যার্ত ছোট্ট বাচ্চাদের মাঝে আমি জয়কে খুঁজে পাই: অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:৫৫ পিএম
বন্যার্ত ছোট্ট বাচ্চাদের মাঝে আমি জয়কে খুঁজে পাই: অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে

বন্যার্ত ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই বলে ফেসবুকে মন্তব্য করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হয়। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস, যদিও ভিডিওতে দেখা যায়নি তাকে। তবে এক মিনিট ব্যাপ্তির ভিডিওতে একঝলকে খাতায় তার নাম দেখা গেছে। অপু বিশ্বাসও অর্থসহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষের আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এই ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’

ফেসবুক পোস্টের শেষে অপু বিশ্বাস লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই যদি যার যার জায়গা থেকে বন্যায় আক্রান্ত অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই, তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’

এদিকে আজ সোমবার সকালে ফেসবুকে আরেকটি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ‘মানুষ মানুষের জন্য...’ ক্যাপশন জুড়ে দেওয়া সেই পোস্টের স্থিরচিত্রে দেখা যাচ্ছে, ত্রাণসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। একটি স্থিরচিত্র দেখা গেছে, অপু বিশ্বাস নিজে তা তদারক করছেন।

 

Link copied!