আমি জয়া বচ্চনের থেকে ভালো মানুষ: মৌসুমী চট্টোপাধ্যায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৪:০৬ পিএম
আমি জয়া বচ্চনের থেকে ভালো মানুষ: মৌসুমী চট্টোপাধ্যায়
অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত

সংবাদমাধ্যমের সামনে জয়া বচ্চনকে একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।

কিছুদিন হলো মুম্বাইতে অনুষ্ঠিত হয় ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড। অনুষ্ঠান শেষে পাপারাৎজিকে পাশ কাটিয়ে মৌসুমী চট্টোপাধ্যায় একটু এগিয়ে যেতেই তাকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। ঠিক তখনই জয়া বচ্চনের কাণ্ডকারখানা নিয়ে উপহাস করে বসেন মৌসুমী। ছবি তোলার অনুরোধ আসতেই মৌসুমী বলে বসেন, ‘অবশ্যই, আমি জয়া বচ্চনের থেকে ভালো মানুষ।’

তারপরই ক্যামেরার সামনে পোজ দিতে দিতে চিত্র সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী বলেন, ‘আপনারা না থাকলে আমাদের তো কোনো অস্তিত্বই আসলে থাকত না।’

এদিকে নেটপাড়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়ের এই ভিডিও। এদিন পাপারাৎজির সঙ্গে মৌসুমী বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও এমন মন্তব্যে নেটপাড়ার অনুমান জয়ার সঙ্গে নিশ্চতভাবেই তার সম্পর্ক ভালো নয়। এক নেটিজেন লিখেছেন, ‘একেবারেই সত্যি কথা বলেছেন ম্যাডাম। এমনকি আপনার কথার সঙ্গে বচ্চন স্যারও সহমত প্রকাশ করবেন।’

অনেকে বলছেন, ‘আপনি নির্ভয়ে কথাটা বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, পাপারাৎজিদের সঙ্গে জয়া বচ্চনের খারাপ, রূঢ় ব্যবহারের কথা কে না জানেন। বহুবার চিত্র সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গিয়েছে তাকে। আর তার সেই আচরণকেই এবার প্রকাশ্যে সমালোচনা করলেন মৌসুমী।

Link copied!