• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাঙচুরের প্রতিবাদে এফডিসিতে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৩:২১ পিএম
ভাঙচুরের প্রতিবাদে এফডিসিতে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত
এফডিসিতে মানববন্ধন করছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। ছবি: সংগৃহীত

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী একটি চক্র বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রোরেল স্টেশন, এলিভেটর এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এফডিসির প্রযোজক সমিতির সামনে মানববন্ধন করেছেন চলচ্চিত্র সম্মিলিত পরিষদ (১৯ সংগঠন)।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান ও অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, প্রযোজক আলিমুল্লাহ খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরু সহ চলচ্চিত্র ‍শিল্পী ও কলাকুশলীরা।

পরিচালক শাহ আলম কিরণের সঞ্চালনায় ও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের (১৯ সংগঠন) সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আলিমুল্লাহ খোকন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান ও রোকেয়া প্রাচী।

বক্তরা কোটা সংস্কার আন্দোলনের নামে যারা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
 

Link copied!