• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চিত্রনাট্য লিখে পাওয়া যাবে লাখ টাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৩:১০ পিএম
চিত্রনাট্য লিখে পাওয়া যাবে লাখ টাকা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিফ) ২০২৬ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই অংশ হিসেবে এবার ঘোষণা করা হলো স্ক্রিন-প্লে ল্যাবে চিত্রনাট্য জমা দিয়ে লাখ টাকা জিতে নেয়ার খবরটি। ডিফের অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, আগামী বছর ১০ থেকে ১৮ জানুয়ারি উৎসব চলাকালে  ১১-১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে  ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। এই ল্যাবে চিত্রনাট্য জমা দেয়ারআহ্বান জানানো হয় ডিফের পক্ষ থেকে। 

ঘোষণায় জানানো হয়, জমা পড়া চিত্রনাট্যগুলোর ভেতর নির্বাচন করা হবে ১০টি চিত্রনাট্য। এরপর উৎসবে ওই চিত্রনাট্যগুলোকে আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শ পাবেন সংশ্লিষ্টরা। চূড়ান্ত দিনে অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পগুলো উপস্থাপন করবেন এবং একটি জুরি প্যানেল সেরা তিন চিত্রনাট্যকে নগদ পুরস্কার প্রদান করবে।

ডিফ কর্তৃপক্ষ জানিয়েছে চিত্রনাট্য নিয়ে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার : ৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার : ৩ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার : ২ লাখ টাকা।

আগামী ১ এপ্রিল থেকে চিত্রনাট্য জমা নেওয়া শুরু হবে এবং জমা দেওয়ার লিংকটি তখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে পাওয়া যাবে। (https://www.dhakafilmfestival.org)

চিত্রনাট্য যারা জমা দেবেন, তাদের অবশ্যই বিষয়ের লগলাইন, সারসংক্ষেপ, পরিচালকের বক্তব্য, ট্রিটমেন্ট এবং পরিচালকের প্রোফাইল যুক্ত করতে হবে।  ল্যাব শুরুর আগের তিন মাসের ভেতর অংশগ্রহণকারীদের চিত্রনাট্যটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। 

মর্যাদাপূর্ণ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  চতুর্থবারের মতো চিত্রনাট্য নিয়ে এধরনের ল্যাবের আয়োজন করতে যাচ্ছে। এর আগে দেশ ও বিদেশের অনেক নবীন নির্মাতারা ল্যাবে অংশ নিয়ে পুরস্কারের অর্থ নিয়ে চলচ্চিত্র নির্মাণে ব্যয় করেছেন।

Link copied!