মার্কিন নির্বাচনে সবচেয়ে বড় অবদান রাখা তারকা সাবরিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:৫৯ পিএম
মার্কিন নির্বাচনে সবচেয়ে বড় অবদান রাখা তারকা সাবরিনা
গায়িকা সাবরিনা কার্পেন্টার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা সাবরিনা কার্পেন্টার। মার্কিন নির্বাচনে ৩ লাখ ভোটার নিবন্ধনে অবদান রেখেছেন জনপ্রিয় এই গায়িকা। মার্কিন চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এবারের মার্কিন নির্বাচনে ৩৫ হাজার ৮১৪ জন ভোটারকে নিবন্ধন করেছেন কার্পেন্টার। এ ছাড়া আরও ২ লাখ ৬৩ হাজার ৮৭ জন ভোটারের নিবন্ধনের পেছনেও তাঁর অবদান রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ভোটার নিবন্ধনের পেছনে সাবরিনার সরাসরি অবদান রয়েছে।

যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগীতশিল্পীদের নিয়ে কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান হেডকাউন্ট। সেখানে কাজ করেন কার্পেন্টার। হেডকাউন্টের তথ্যমতে, এবারের মার্কিন নির্বাচনে একক শিল্পী হিসেবে ভোটার নিবন্ধনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবরিনা।

চলতি বছরের অন্যতম এই আলোচিত গায়িকা ২৭ হাজার নতুন ভোটার নিবন্ধনের পেছনেও সরাসরি অবদান রেখেছেন। একইসঙ্গে অবদান রেখেছে ‘একপ্রেসো’ গায়িকার আলোচিত সংগীত সফর ‘শর্ট অ্যান্ড সুইট’। প্রতিটি ট্যুরেই গানের সঙ্গে নিজের ভক্ত-অনুসারীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ২৫ বছর বয়সী মার্কিন গায়িকা।

ভ্যারাইটির প্রতিবেদনে আরও জানা গেছে, সাবরিনা ছাড়াও এবারের নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধ করতে বড় অবদান রেখেছেন আরেক জনপ্রিয় গায়িকা আরিয়ান গ্রান্ডেও।

সাবরিনা কার্পেন্টার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন। চলতি বছর তিনি ‘এসপ্রেসো’ গানটি দিয়ে অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’-এর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান করে নিয়েছেন সাবরিনা।

গত ১১ এপ্রিল ‘এসপ্রেসো’ মুক্তি পাওয়ার পরই গানটি যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইতে এক বিলিয়ন স্ট্রিমিং হওয়া প্রথম গান এটি। গানটির জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বর্ষসেরা গানের পুরস্কার জেতেন তিনি। এ ছাড়া তাঁর আরেকটি গান ‘প্লিজ প্লিজ প্লিজ’ও টপ চার্টগুলোয় ঝড় তোলে।

Link copied!