বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করল মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।
তবে অভিযুক্তকে শনাক্ত করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ তাকে খুঁজছে ।সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভবনের সপ্তম তলার সিসি ক্যামেরায় ওই যুবককে দেখা গেছে।
ভিডিওটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বলিউড অভিনেতার ওপর এই হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে পর পর ছয় বার কোপ মারেন।
গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় রাত সাড়ে তিনটার দিকে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত শঙ্কামুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।