বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২০২৬ মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায়। সকাল ৯টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এদিন ৪৭৫ জন শিল্পী উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। এখনো চলছে ভোট গণনা।প্রাথমিক গননায় মিশা- ডিপজল এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশস সূত্এরে জানা গেছে।পুরো ভোট গণনা শেষ হতে সকাল ৮টা বাজতে পারে। এরপর ফলাফল জানা যাবে।
এবার নির্বাচনে মোট ভোটার ৫৭০ জন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।
এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।