ঈদে মুক্তি পেয়েছে ভাইজান খ্যাত বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির প্রথমদিন বক্স অফিসে ছবিটি ২৬ কোটি টাকা আয় করতে পেরেছে। তবে ৩ দিনে বিশ্বজুড়ে আয়ের নিরিখে ১৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে সিকান্দার।
নির্মাতারা জানিয়েছেন, মুক্তির পর ছবিটি মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দার ছবিটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা আর বিশ্বজুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়।
সিকান্দার ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই সিনেমায় সালমান খান ছাড়াও থাকছেন রাশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ।