ঈদুল আজহায় ১০৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই হাউসফুল হচ্ছে সিনেমাটির। মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে কোথাও টিকেট নেই সিনেমাটির। সিঙ্গেল স্ক্রিনেও ভালো চলছে ‘প্রিয়তমা’।
বৃহস্পতিবার (২৯ জুন) সিনেমাটি মুক্তির পর দর্শকরাও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়তমা’ নিয়ে ভক্তরাও শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা চলচ্চিত্র জগৎ নামের এক গ্রুপে তৌহিদ আনাম নামের একজন লিখেছেন, ‘আমি কোনো রাজকুমার নই, আমার কোনো পঙ্খীরাজ ঘোড়া নেই, আছে এক রাজ্য ভালোবাসা, তুমি কি আমার প্রিয়তমা হবে?’ সংলাপটি ‘প্রিয়তমা’ সিনেমার। শাকিব খানকে শেষ কবে এত ভালো অভিনয় করতে দেখেছি ভুলে গেছি। শাকিবকে দিয়ে সব রকম চরিত্রে অভিনয় করানো যায় সেটার প্রমাণ হয়ে থাকবে প্রিয়তমা। গল্পের ‘প্রিয়তমা’ ইধিকা ছিলো এই সিনেমার প্রাণ। এটি তার প্রথম সিনেমা কিন্তু তার অভিনয় ছিল চোখে লাগার মতো।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।