গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত কৌতুক অভিনেতা টিকু তালসানিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তিনি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্র বলছে, এ অভিনেতার অবস্থা বেশ সংকটজনক।
ছোটপর্দা থেকে অভিনয় অঙ্গনে যাত্রা শুরু টিকুর। ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ তার প্রথম ধারাবাহিক নাটক। ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করেন তিনি। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, ‘অসলি নকলি’ সিনেমায় কাজ করার পর আর এ অভিনেতাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
‘বোল রাধা বোল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘হিরো নাম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ভিরাসত’, ‘হাঙ্গামা-২’-র মতো সিনেমায় অভিনয় করেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও সমান তালে কাজ করেন তিনি। ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘জিন্দেগি অভি বাকি হ্যায় মেরে ঘোস্ট’ ও ‘সজন রে ফির ঝুট মত বোলো’র মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ সিনেমায়ও অভিনয় করেছে টিকু।
স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে অভিনেতা টিকু তালসানিয়ার সংসার। তার ছেলে রোহন তালসানিয়া একজন সুরকার, মেয়ে শিখা তালসানিয়া অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছে। ‘বীরে দি ওয়েডিং’, ‘আই হেট লভ স্টোরিজ’ সিনেমায়ও শিখা অভিনয় করেন।