দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক আল্লু অর্জুন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তেলেগু সুপারস্টারকে গ্রেপ্তার করেছে ভারতের হায়দারাবাদ পুলিশ। তার অভিনীত নতুন সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সিনেমাটি মুক্তি উপলক্ষে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে তিনি মামলায় জড়িয়ে গেছেন।
গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে। এতে ওই নারীর পরিবার থানায় মামলা করেন। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়।
আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার সময় রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।
ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮ বছর বয়সী সে শিশু।