• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
শ্যাম বাজার সিনেমাতে

নতুন রূপে হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৫:১৫ পিএম
নতুন রূপে হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হতে দেখা গেল আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিগুলো তার অভিনীত ‘শ্যাম বাজার’ নামে সিনেমার শুটিংয়ের। সিনেমাটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য।

নতুন সিনেমা প্রসঙ্গে হিরো আলম জানান, আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘শ্যাম বাজার’। সিনেমার কাহিনি বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পরিচলাক আকাশ আচার্য্য বলেন, “হিরো আলম একজন মেধাবী আর্টিস্ট। কাজ করতে গিয়ে দেখলাম কাজের বাইরে আর অন্য কিছু চাহিদা নেই তার। আর আমার মনে হয়, অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না। শুধু ভালো অভিনয় জানা দরকার, যা আলম পারে। আশা করছি দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন আলমকে বড় পর্দায় দেখবেন।”

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে সাভারে অভিনেতা ডিপজলের বাসায়। এস, পি, পিকচার্স প্রযোজিত ও পরিবেশিত ‘শ্যাম বাজার’ সিনেমায় হিরো আলম ছাড়াও অভিনয় করছেন রিয়া মনি, সোমাকাশ, তনু পান্ডে, হিমু, ইভা রিপন গাজি, চমক তারাসহ প্রমুখ।

Link copied!