• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

‘চাচা হেনা কোথায়’, যা বললেন সংলাপের স্রষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:৫৫ পিএম
‘চাচা হেনা কোথায়’, যা বললেন সংলাপের স্রষ্টা
সংলাপ রচয়িতার নাম দেলোয়ার জাহান ঝন্টু। ছবি: কোলাজ

আজ থেকে ২৯ বছর আগে ১৯৯৩ সালে মুক্তি পায় পরিচালক ইফতেখার জাহান পরিচালিত সিনেমা ‘প্রেমের সমাধি’। ছবিটির ‘হেনা’র দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

সিনেমার একপর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। বিভিন্ন পেজ, গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়।

প্রেমের সমাধি সিনেমার জনপ্রিয় সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ এই সংলাপ রচয়িতার নাম দেলোয়ার জাহান ঝন্টু। তিনি প্রায় সাড়ে তিনশোর বেশি চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করেছেন ৭৩টি চলচ্চিত্র। ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চাচা হেনা কোথায়?— এটা লিখেছিলাম গল্পের সিক্যুয়েন্স অনুযায়ী। তখনও এত খুশি লাগে নাই। এখন খুব খুশি লাগছে যে, এইরকম একটা ছোট্ট সংলাপ ফেসবুকে দেখছি। আমাকে অনেকে ফোন করে বলছে। এই সংলাপকে তোমরা যারা ভাইরাল করেছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। এই জন্য কৃতজ্ঞ যে, মানুষের প্রশংসা মানুষ শুনতে চায়। মানুষের বদনাম করলে অখুশী হয় আর সুনাম করলে খুশি হয়।

Link copied!