• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

‘অন্যরা যা করতে চেয়েছিলো সেগুলি ও করতে চাননি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৩:৩৪ পিএম
‘অন্যরা যা করতে চেয়েছিলো সেগুলি ও করতে চাননি’
মাইকেল পোলানস্কি ও লেডি গাগা। ছবি: সংগৃহীত

২০২০ সালে লেডি গাগা এবং মাইকেল পোলানস্কির সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।  এরপর গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারেনে এই পপতারকা।

তবে সু খবর হলো সুযোগ পেলেই মাইকেলের সুনাম করেন লেডি গাগা।  এবার আবারও নিজের বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ এই সংগীতশিল্পী। সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার আর যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ।’

গাগা আরও বলেন, ‘মাইকেল খুবই ইমপ্রেসিভ। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি পছন্দ করেছি তা হলো, তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন।’

জনপ্রিয় এই পপ হায়িকা বলেন, ‘আমি জানতাম মাইকেল খাঁটি একজন মানুষ। কারণ তিনি আমার বন্ধু হতে চেয়েছিলেন। তিনি আমার সঙ্গে পথ চলতে চেয়েছিলেন। অন্যরা যা করতে চেয়েছিলো তিনি সেগুলি করতে চাননি। আমি জানি, মাইকেল আমার প্রকৃত বন্ধু।’

এমনকি মাইকেলের মত একজন বন্ধু পেয়ে তিনি খুশি, এ কথাও জানান এই পপ তারকা।
গাগা বলেন, ‘তাকে ছাড়া থাকা সত্যিই কঠিন ছিল। এটা আমার জন্য আশীর্বাদ যে, আমি এমন একজনের সঙ্গে পরিচিত হয়েছি।’

সূত্র: পিপল ম্যাগাজিন

Link copied!