দেশের বহুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের জন্মদিন বুধবার (২৩ অক্টোবর)। বিশেষ এই দিনে ‘সংবাদ প্রকাশ’ পরিবার থেকে গুণী এই উপস্থাককে শুভেচ্ছা। শুভ জন্মদিন।
১৯৫৮ সালের এই দিনে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ৬৫ পেরিয়ে ৬৬ বছরে পা রাখলেন কিংবদন্তি এই উপস্থাপক।
উপস্থাপনার মাধ্যমে দেশব্যাপী সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান দখল করে নিয়েছেন হানিফ সংকেত। নব্বই দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি তার কথার জাদুতে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের।
হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ১৯৮৯ সালে তিনি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক, রচয়িতা এবং পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।
‘ইত্যাদি’তে হাস্যরসের পাশাপাশি সমাজের নানা প্রচলিত অসঙ্গতির কথা ফুটিয়ে তোলেন হানিফ সংকেত।
‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন তিনি।