ভারতের জনপ্রিয় র্যাপ তারকা হানি সিংকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি।
‘এই সময়’ এক প্রতিবেদনে জানায়, হানি সিংকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন গোল্ডি ব্রার। হানির কথা অনুযায়ী, তিনি এবং তার কর্মীরা নাকি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন, যেখানে অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে গোল্ডি ব্রার বলে পরিচয় দিয়েছেন।
হানি বলেন, “আমি ভীষণ ভয়ে-ভয়ে রয়েছি। আমার গোটা পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছে। মৃত্যুকে কে ভয় পায় না। এ রকম মৃত্যুর হুমকি আমি আগে কখনো পাইনি। আমি শুধু শ্রোতাদের কাছ থেকে ভালোবাসাই পেয়েছি।”
হানি আরও বলেন, “আমি সব তথ্য প্রমাণ দিল্লি পুলিশের কমিশনারকে দিয়েছি। আমি তাদের কাছে আমাকে নিরাপত্তা দেওয়ার আর্জিও জানিয়েছি। এ বিষয়ে যাতে তদন্ত হয়, সেই আবেদনও রেখেছি পুলিশের কাছে।”
জনপ্রিয় এই র্যাপার দাবি করেন, ওই ব্যক্তির কাছ থেকে ফোন ছাড়াও একাধিক ভয়েস নোটও নাকি পেয়েছেন তিনি।
এর আগে গত বছর ২৯ মে দুর্বৃত্তদের গুলিতে খুন হন শিল্পী সিধু মুসেওয়ালা। এই খুনের সঙ্গে জড়িত বলে নাম এসেছিল গোল্ডি ব্রারের।