আশনা হাবীব ভাবনা। জনপ্রিয় অভিনেত্রী। পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। লেখালেখি ও ছবি আঁকাসহ বহু গুণে গুণান্বিত। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদের খুনিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের একটি প্রতিকৃতি এঁকেছিলেন ভাবনা। সাঈদের মৃত্যুর পরের দিনই ছবিটি ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার (৯ আগস্ট) ফের ‘বাকস্বাধীনতা’ শিরোনামে সিরিজ ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে আবু সাঈদের খুনিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ভাবনা লেখেন, ‘প্রকাশ্যে ফাঁসি দিন আবু সাঈদের খুনিকে। অন্তর্বর্তী সরকারের কাছে চাই নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সুশাসন। শান্তি প্রতিষ্ঠা হোক। নতুনত্ব দেখার অপেক্ষায়।’
ভাবনা লেখেন- “তরুণদের আন্দোলন সব সময় বাঙালির সবচেয়ে শক্তিশালী আন্দোলন হিসেবে প্রমাণিত হয়েছে। দেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে তারা নতুন করে গড়তে পারে।”
“সকল ছাত্রদের স্যালুট এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারসহ সকল উপদেষ্টাকে অভিনন্দন।”
ভাবনা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘জেনুবিয়া’ প্রস্তুতি নিয়ে। শিগগিরই শুরু হবে এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাফর ফিরোজ। জেনুবিয়া নির্মিত হবে তিনটি ভাষায়। বাংলা ও ইংরেজির পাশাপাশি মুক্তি দেওয়া হবে চায়নিজ ভাষায়।
ভাবনা সম্প্রতি শেষ করেছেন রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’ সিনেমার শুটিং। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। এতে একজন চুড়ি বিক্রেতার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’ ও ‘পায়েল’ নামের আরও তিনটি সিনেমা।