গ্র্যামিতে নগ্ন বিয়াঙ্কা, সমালোচনার ঝড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০২:৩৭ পিএম
গ্র্যামিতে নগ্ন বিয়াঙ্কা, সমালোচনার ঝড়
কেনি ও তার স্ত্রী বিয়াঙ্কা। ছবি: সংগৃহীত

পোশাক বিতর্কে বারবার নাম জড়ান কানিয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। এর আগে ভাইরাল হয়েছিল বিয়াঙ্কার বাথটবের ভিডিও। এবার ন্যুড পোশাকে দেখা গেল বিয়াঙ্কাকে। নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে গ্র্যামি অ্যাওয়ার্ড শোতে বিয়াঙ্কার পরনের নগ্ন স্বচ্ছ পোশাক, যাতে শরীরের সমস্ত অঙ্গই দৃশ্যমান। পোশাকটি হল ন্যুড ড্রেস।

রোববার কেনি ওয়েস্ট এবং বিয়াঙ্কা সেন্সরিকে ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৬৭-তম গ্র্যামি অ্যাওয়ার্ডস থেকে রেড কার্পেটে এই পোশাকে আসার হাঁটার পরই তাদের  তাদের বাইরে বের করে দেওয়া হয়।

প্রথমে দু‍‍`জনই অনুষ্ঠানে আসেন স্বাভাবিক পোশাকে। দুজনেই পাপারাজ্জিদের জন্য পোজও করছিলেন। কেনিকে দেখা যায় কালো পোশাকে আর বিয়াঙ্কা এসেছিলেন কালো লম্বা কোটে। কিন্তু সেটি খুলে ফেলতেই কেলেঙ্কারি কাণ্ড! নগ্ন স্বচ্ছ পোশাকে রেড কার্পেটে বিয়াঙ্কার ছবিও তোলেন পাপারাজ্জিরা। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড়।

এন্টারটেইনমেন্ট টুনাইট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, কেনি এবং বিয়াঙ্কা সহ পাঁচজনকে রেড কার্পেটে আসার পর চলে যেতে বলা হয়েছিল তাদের। এই অ্যাওয়ার্ড শোতে কেনি ওয়েস্ট দু‍‍`টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তার মনোনয়ন সত্ত্বেও, শুধুমাত্র পোশাক কাণ্ডের জন্যই তাকে এবং বিয়াঙ্কাকে আনুষ্ঠানিকভাবে ইভেন্ট থেকে বের করে দেওয়া হয় কিনা তা এখনও স্পষ্ট নয়। 

Link copied!