• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার: সংস্কৃতি উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ১১:০৫ এএম
সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার: সংস্কৃতি উপদেষ্টা
মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার জানালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এ কথা বলেন।

উপদেষ্টা ফারুকী বলেন, ‘মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে। তবে সেটা সব জায়গায় না। এটা মনে রাখতে হবে একটি জায়গায় হলেও আমরা সহ্য করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এই ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না।’

শিল্প–সংস্কৃতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী বলেন, শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে ১২টি সাধু মেলা ছিল। আগামী মাসে দ্বিগুণ, অর্থাৎ ২৪টি সাধু মেলা হবে।  আর এটা সরকারি উদ্যোগ। এ ছাড়া বেসরকারি উদ্যোগে তো নানান আয়োজন হতেই থাকবে।

নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীনকে উন্নয়ন সহযোগী হিসেবে আরও বেশি পাশে পাওয়া যাবে এমন আশাবাদ ব্যক্তি করে উপদেষ্টা বলেন, মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে। 

Link copied!