তুমুল সাড়া ফেলা হলিউড সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’। সুখবর হচ্ছে এর সিকুয়েল ‘গ্ল্যাডিয়েট ২’ নির্মিত হচ্ছে। আর এ নতুন সিনে-প্রকল্পে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন হলিউডের তারকা ড্যানজেল ওয়াশিংটন। পরিচালক রিডলি স্কটের সঙ্গে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।
‘গ্ল্যাডিয়েটর ২’ -এ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ড্যানজেল ওয়াশিংটন। শুরুতে তিনি সিনেমাটিতে কাজ করবেন কি না, সেই বিষয়টি অনিশ্চিত ছিল। কিন্তু স্ক্রিপ্ট পড়ার পর তিনি নিজের চরিত্রটি পছন্দ করেছেন এবং অভিনয় করতে রাজি হয়েছেন। শিগগিরই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। তবে ওয়াশিংটনের চরিত্রটি কী হতে যাচ্ছে, সেই বিষয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি।
‘গ্ল্যাডিয়েটর ২’ পরিচালনার পাশাপাশি প্রযোজনায়ও থাকছেন খ্যাতনামা রিডলি স্কট। প্রযোজনায় আরও থাকছেন মাইকেল প্রুস, ডগ উইক ও লুসি ফিশার রেড ওয়াগন এন্টারটেইনমেন্ট।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গ্ল্যাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে। সিনেমাটি অস্কারে ১২টি মনোনয়ন পায়। সেরা ছবিসহ পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জেতে সিনেমাটি।