• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

যার কারণে দাড়িগোঁফ কেটে ফেলছেন আল্লু অর্জুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১১:৩৪ এএম
যার কারণে দাড়িগোঁফ কেটে ফেলছেন আল্লু অর্জুন
অভিনেতা আল্লু অর্জুন । ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি বক্স অফিসসহ দেশে-বিদেশে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে ‘পুস্পা টু’। ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড।

‘পুষ্পা টু’ সিনেমায় দাড়িগোঁফ ছিল আল্লুর মুখে। তবে নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে সরে আর সাফল্যকে পুঁজি করে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি।

‘পুস্পা টু ’ সিনেমার কারণে মুখে যে দাড়িগোঁফ ছিল তা কেটে ফেলতে চলেছেন  এই নায়ক। যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে! ছবিমুক্তির পর সে কথা জানিয়ে অভিনেতা বলেছিলেন—দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি।

 এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না। বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন আল্লু অর্জুন।

এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনাতেই নেটিজেনরা।

Link copied!