• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অপু বিশ্বাসের বিরুদ্ধে জিডি, এবার পাল্টা জিডি


মেজবা রহমান
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৬:৩৬ পিএম
অপু বিশ্বাসের বিরুদ্ধে জিডি, এবার পাল্টা জিডি
অভিনেত্রী সিমি ইসলাম কলি ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ইউটিউব চ্যানেল হ্যাক করার অভিযোগ এনে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জাহিদুল ইসলামের   বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। এবার সেই সিমি ইসলামের বিরুদ্ধে ভিডিও জালিয়াতির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের অ্যাডমিন জাহিদুল ইসলাম।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন জাহিদুল ইসলাম। যার জিডি নম্বর-১৬৯৫। তিনি তার ডায়েরিতে উল্লেখ্য করেন, ‘আমি মোঃ জাহিদুল ইসলাম, সোমবার (১৮ সেপ্টেম্বর) সিমি ইসলাম কলি নামে এক ব্যক্তি হাতিরঝিল থানায় আমার নামে একটি জিডি করেন। সে অভিযোগ করেন আমি তার ইউটিউব চ্যানেল বন্ধ করেছি। আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে কোনো চ্যানেল বন্ধ করিতে পারি না। আমি তার কোনো চ্যানেল বন্ধ করিনি।

জাহিদুল ইসলাম আরও উল্লেখ করে, সিমি ইসলাম কলি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের ভিডিও জালিয়াতি করে তার ইউটিউব চ্যানেলে ব্যবহার করে, এতে অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেল আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয়। আমি নায়িকা অপু বিশ্বাসের ইউটিব চ্যানেলের অ্যাডমিন হিসেবে কাজ করি। বিষয়টি আমার নজরে আসলে ইউটিউব কর্তৃপক্ষকে অভিযোগ পাঠাই। আমার অভিযোগের ভিত্তিতে ইউটিউব কর্তৃপক্ষ তাকে বারবার সর্তক করলেও সে আমাদের চ্যানেল থেকে ভিডিও কপি ও জালিয়াতি করে তার চ্যানেলে আপলোড করলে ইউটিউ কর্তৃপক্ষ এক পর্যায় তার চ্যানেল বন্ধ করে দেয়। আমি ব্যক্তিগতভাবে তার চ্যানেল বন্ধ করতে পারিনা। উক্ত বিষয়ের রেশ ধরে সে হাতিরঝিল থানায় আমার ও আমার ম্যাডাম অপু বিশ্বাসের নামে জিডি করেন।

এ বিষয়ে অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের অ্যাডমিন জাহিদুল ইসলম ‘সংবাদ প্রকাশ’ কে বলেন, “আমি সিমি ইসলামের চ্যানেল হ্যাক করিনি। সে আমার ভিডিও ব্যবহার করেছে, আমি স্ট্রাইক দিয়েছি। তার আসলে বুঝতে ভুল হয়েছে। হ্যাক একটা জিনিস, স্ট্রাইক অন্য জিনিস।”

আপনি সিমি ইসলামের থেকে দাবি করেছিলেন কিনা—এমন প্রশ্নের উত্তরে জাহিদুল বলেন, “আমি তার কাছে কোনো টাকা দাবি করিনাই। সে আসলে ভাইরাল হতে চাচ্ছে।” 

এর আগে প্রযোজক ও অভিনেত্রী সিমি দাবি করেন, গত ২৯ আগস্ট বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন।

Link copied!